সিগারেট মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তবুও মানুষ প্রতিনিয়ত ধুমপানে আসক্ত হয় এবং হচ্ছে। এর মূল কারণ সিগারেটের ভিতরে থাকা নিকোটিন। যখন সিগারেটের ধোঁয়ার মাধ্যমে শ্বাস নেয়া হয় তখন এটি অ্যাড্রেনালিনের সৃষ্টি করে এবং মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ ঘটে। ডোপামিন মস্তিষ্কে আনন্দ বা উদ্দীপনার উদ্রেক ঘটায়। আর যখন ডোপামিনের নিঃসরণ কমে যায় তখন মস্তিষ্কে ধূমপানের ইচ্ছে জাগতে থাকে। যার ফলে মানুষ ধীরে ধীরে সিগারেটের উপর আসক্ত হয়ে পরে।