Ceevit মূলত অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি এর চুষে খাওয়ার ট্যাবলেট যা বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত ও বাজারে বিভিন্ন নামে প্রচলিত।
Ceevit বা সলিড ভিটামিন সি মুলত স্কার্ভি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তাছাড়া গর্ভাবস্থা, স্তন্যপান করানো, সংক্রমণ, ট্রমা, পোড়া, অস্ত্রোপচারের পরে, জ্বর, ব্রণ, বন্ধ্যাত্ব, ফ্র্যাকচার, লেগ আলসার, খড় জ্বর, ভাস্কুলার থ্রোম্বোসিস প্রতিরোধ, স্ট্রেস, পেপটিক আলসার, ক্যান্সার ইত্যাদির পরে ভিটামিন সি এর ঘাটতি পরিপূরক হিসেবে ডাক্তারগণ ভিটামিন সি এর ট্যাবলেট সেবনের পরামর্শ দেন।
পার্শ্ব প্রতিক্রিয়া :
মাত্রাতিরিক্ত গ্রহণ করলে ডায়রিয়া, মুখে ঘা বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস, রেনাল ক্যালকুলি বা সোডিয়াম গ্রহণে সীমাবদ্ধতা রয়েছে তাদের অ্যাসকরবিক অ্যাসিডের অতিরিক্ত ডোজ না নেওয়া-ই উত্তম। অতিরিক্ত ভিটামিন সি মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়, কিন্তু রক্তে এর পরিমাণ খুব বেশি হলে তা কিডনিতে রক্ত পরিশ্রুত হবার সময় সেখানে জমে গিয়ে কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে।
অর্থাৎ পরিমিত মাত্রায় ভিটামিন সি ট্যাবলেট গ্রহণ আমাদের স্বাস্থ্যে কোন খারাপ প্রভাব ফেলে না।