Shafiqul Islam Turjo-
পৃথিবী নিজেই একটা নিউটনিয়ান সিস্টেম, যার কারণে এই সিস্টেমে অবস্থান করার কারণে আমরাও সিস্টেমের বেগেই চলতেছি। যখন লাফ দেই তখন আমাদের জড়তার কারণে আমাদের বেগ পৃথিবীর রৈখিক বেগের সমানই থাকে এবং একই বেগে চলতে থাকি। একইরকম ভাবে বায়ুমন্ডলও। অনেকটা কল্পনা করুন বাসে লাফ দেয়ার মত। বাসে লাফ দিলে কি আপনি যেখান থেকে লাফ দিয়েছেন তার পিছে বা সামনে চলে যান? না।
এই যে পৃথিবী ঘুরে যাবে নিচ থেকে আপনি লাফ দিলে এটা জিও-স্টেশনারী স্যাটেলাইটের জন্য এক বিশাল ইস্যু, যেহেতু তা গ্রাভিটেশনাল ফিল্ডের বাহিরে চলে যায় এবং পৃথিবীর সিস্টেমের আওতায় থাকে না সেহেতু যখন পাঠানো হয় তখন তাকে পৃথিবীর রোটেশনের স্পিডের সাথে ম্যাচ করিয়ে নেয়া হয় যাতে পৃথিবী ঘূর্ণনের কারনে স্যাটেলাইটের কভারেজ এরিয়া যাতে পরিবর্তন না হয়।