পৃথিবী এই শক্তির উৎস মহাকর্ষ বল!
পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজ অক্ষের উপর ঘোরে। অভিকর্ষ বল সৃষ্টি হয় ঘূর্ণনজনিত বেগের কারণে। আমরা জানি, মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সহ অন্যান্য গ্রহ প্রচন্ড বেগে সূর্যের চারিদিকে ঘোরে। এই প্রচন্ড বেগের কারণে কৌনিক ত্বরন সৃষ্টি হয় যার ফলে পৃথিবী নিজ অক্ষে ঘোরে!