সূর্যের সাপেক্ষে পৃথিবীর আবর্তনের কারণে তারকারাজির অবস্থানের যে পরিবর্তন ঘটে, তা নির্ণয় করবার জন্য জটিল জ্যামিতিক হিসাব-নিকাশ করতে হয়। ফলাফল যা বেরোয়, তা খালি চোখে খেয়াল করা অসম্ভব। অনেক দূরে আছে, এমন বস্তু অতিদ্রুত গতিতে চলমান অবস্থায় থাকলেও মনে হবে ধীরে ধীরে নড়ছে। ২২৮৮ কিমি/ঘণ্টা গতি থাকলেও শুধুমাত্র দূরত্বের কারণেই চাঁদকে স্থির মনে হয়। এদিকে ৯৮৮ কিমি/ঘন্টা গতিসম্পন্ন বোয়িংকে আকাশে উড়ন্ত অবস্থায় দেখা যায়। পৃথিবীর সবচেয়ে কাছে যে নক্ষত্র তাও অনেক দূরে, প্রায় 40,208,000,000,000 কিমি দূরে। সুতরাং চিন্তা করুন, এদের মুভমেন্ট কীভাবে খেয়াল করবেন?