মাছের মাথার উপরের দিকে কাটা হলে ক্যালসিয়াম কার্বনেটের তৈরী পাথরটি পাওয়া যায়, যাকে বলা হয় অটোলিথ। এর দুটি কাজ।
1। পানিতে যখন মাছ ভেসে বেড়ায় তখন পানিতে মাছের দেহের ব্যালেন্স ঠিক রাখা। ঠিক আমাদের মস্তিষ্কে যেমন ফ্লুইড থাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য । মাছ কিন্তু সবসময়ই তার উপরের পৃষ্ঠ উপরের দিকে রেখেই সাঁতার কাটে। শুধুমাত্র মারা গেলেই চ্যাপ্টা ভাবে ভেসে থাকে।
2। মাছ যত বড় হয় তত অটোলিথ দাগের সংখ্যা বৃদ্ধি পায় । জীববিজ্ঞানীগন এর দ্বারা মাছের বয়স নির্ণয় করতে পারেন। -কোয়ারা