ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিরিক্ত নিম্ম তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক,ক্ষতিকর এবং রোগাক্রান্ত
কোষগুলোকে ধ্বংস করা হয়।এটি ক্রায়োথেরাপি বা ক্রায়োবোলেশন নামেও পরিচিত।ক্রায়োসার্জারি "ক্রায়ো" গ্রীক শব্দ থেকে এসেছে যার অর্থ "বরফের মত ঠান্ডা" এবং
সার্জারি অর্থ "হাতের কাজ" আধুনিক
ক্রায়োসার্জারি এর যাত্রা শুরু হয় অামেরিকান নিউরোসার্জন I.S.Copper এবং A.S Lee এর হাত ধরে ১৯৬০ সালে।