নিয়ামুল মোর্শেদ-
বিছুটি গাছের(Common nettle) পাতা আর কান্ডের সর্বত্র সূচালো ও ফাঁপা রোঁয়া থাকে, যাকে ট্রাইকোম বা স্পিকিউল বলে। এই রোঁয়াগুলিতে হিস্টামিন, সেরোটোনিন, অ্যাসিটাইল কোলিন, মরোইডীন, ফর্মিক অ্যাসিডের মতো রাসায়নিক থাকে। ত্বকের সংস্পর্শে এলে রোঁয়াগুলি ত্বকে সূচের মতো ঢুকে যায়। তখন ওই রাসায়নিকগুলির প্রভাবে ত্বক জ্বালা করে।

সাধারণত, এই চুলকানি বা জ্বালা ক্ষতিকারক নয়। তবে কিছুক্ষেত্রে(যেমন, কেউ যদি ওই রাসায়নিকগুলির থেকে এলার্জিক হয়, তবে) এটি মারাত্মক হতে পারে।
©কোরা