Nishat Tasnim-
এগুলো শুঁয়োপোকা বা ছ্যাঙ্গা। এদেরকে caterpillar বলা হয়। এগুলো বড় হয়ে প্রজাপতি বা মথ হয়। যদি বিষাক্ত হয়ে থাকে তবে বড় হয়ে মথ হবে।
শুঁয়োপোকার চুলের মতো হুল গুলোকে uriticating hairs বলে। এই হুল গুলো কাইটিন দিয়ে তৈরি। শুয়োপোকা গায়ে লাগলে চুলকায় বা জ্বালা করে, এদের হুল এর উপরিভাগে এমন রাসায়নিক পদার্থ আছে যার ফলে শরীরে অ্যালার্জি হয়। এটা শুঁয়োপোকার আত্মরক্ষার উপায়।