আমাদের মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাদের নাম নিউরোট্রান্সমিটার। এগুলো মস্তিষ্কের সেল গুলোকে সিগনাল পাঠায়। গামা-আমিনোবিউট্রিক অ্যাসিড (GABA) নামক নিউরোট্রান্সমিটার স্নায়ুর সক্রিয়তা কমিয়ে দেয় এবং মস্তিষ্ককে শান্ত করে। অধিকাংশ ঘুমের ওষুধ মস্তিষ্কে GABA রিসেপ্টরের সাথে কানেক্টেড হয়। তারা GABA এর কার্যকারিতা বাড়িয়ে দেয়, ফলে মস্তিষ্কের স্নায়ুর সক্রিয়তা হ্রাস পায়। এই ঔষধগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে (CNS) এর কার্যকারিতা সাময়িক সময়ের জন্য হ্রাস করে দেয়, বিশেষ করে হাইপোথ্যালামাস, পোনস এবং মেডুলা অংশকে। এজন্য আমাদের ঘুম পায়। ওষুধের (ট্যাবলেট) থেকে ইনজেকশন অনেক বেশি দ্রুত কাজ করে কারণ ইনজেকশন তরল হওয়ায় অনেক দ্রুত শরীরের মধ্যে প্রবেশ করে এবং দ্রুত রক্তের সাথে মিশে যেতে পারে।
Abdullah Al Masud
Team Science Bee