জ্বী, চর্ম ও যৌন রোগের মধ্যে বেশ ভালো মিল রয়েছে। অনেক সময় যৌনরোগের লক্ষণ গুলো চর্মের মাধ্যমে প্রকাশ পায় আবার চর্ম রোগ অনেক সময় যৌন সংক্রমণের কারণে হয়। যেমনঃ সিফিলিস, হার্পিস, গনোরিয়া ইত্যাদি যৌনবাহিত রোগ কিন্তু এই রোগ গুলোর লক্ষণ বা উপসর্গ যেমন মুখে বা শরীরে ঘা, ফুসকুড়ি, র‍্যাশ ইত্যাদি যেগুলো চর্মের সাথে সম্পর্কিত। এজন্য একজন ডাক্তার দুইটা বিষয়েই বিশেষজ্ঞ হন।