প্রচণ্ড গরমের পরে বর্ষা শান্তির বারিধারা নিয়ে আসে ঠিকই তবে এই সময় গরমের দাপট একেবারে কমে যায় এমন নয়। বরং অত্যধিক তাপমাত্রা ও ঘ্যানঘ্যানে বৃষ্টি দাপটে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান বেড়ে যাওয়ার কারণে শরীরে প্রচুর ঘাম হয়। বর্ষার বিভিন্ন ত্বকের রোগের পেছনে এই ঘাম মুখ্য ভূমিকা নিয়ে থাকে। দেহের যে যে অংশ চাপা থাকে, বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সেখানে ছত্রাক সংক্রমণের কারণে খুব দ্রুত ত্বকের রোগ হতে পারে। মনে রাখতে হবে, ঘাম ছত্রাক সৃষ্টির পক্ষে অত্যন্ত অনুকুল।