না, সাপকে গিট্টু দিয়ে শক্ত করে বাঁধলে সাধারণত নিজে নিজে ছাড়াতে পারে না।
সাপের শরীর নরম এবং হাড়ের গঠন স্থির নয়, তাই গিট্টু শক্ত হলে তারা নড়াচড়া করে বের হওয়ার চেষ্টা করলেও সফল হয় না।এতে গিঁটের পরবর্তী অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে পচন হতে পারে। তবে গিঁট ঢিলা হলে সাপ সামনে বা শরীর ঘুরিয়ে খুলতে পারে।শিকার করা বা চামড়া পরিবর্তনের সময় তারা নিজেরাই গিঁট দেয় এবং নিজেই খুলে ফেলতে পারে।