আমরা যখন আয়নায় নিজেদের দেখি, তখন মনে হয় যেন ডান হাত তুলে বাম হাত তুলেছি। কিন্তু আয়না আসলে ডান-বাম উল্টো করে দেয় না বরং সামনে-পেছনে উল্টো করে। কিন্তু আমাদের মস্তিষ্ক সেটাকে এমনভাবে বোঝে যেন আয়না ডান-বাম উল্টো করে দিয়েছে। এটা একধরনের অপ্টিক্যাল ইলিউশন বলা যায়। আয়না তো আমাদের রিফ্লেকশনই দেখা তাই ওভাবে দেখি।
কিন্তু ক্যামেরা বা ভিডিও আমাদের তেমন করে দেখায় না। ক্যামেরা আমাদের যেভাবে অন্যেরা দেখে ঠিক সেইভাবে তুলে রাখে। ঠিক যেমন আমাদের সামনে কেউ দাড়ালে আমরা যেভাবে দেখি ঠিক সেভাবেই। তাই ভিডিও বা ছবিতে আমরা নিজেরাই ঠিকঠাক দেখি আয়নার মতো উল্টো ভাবে না। আর মোবাইলের সেলফি ক্যামেরা অনেক সময় আয়নার মতো দেখালেও ছবি তোলার পর আবার সেটাকে ঠিক করে রাখে যাতে দেখতে স্বাভাবিক লাগে যেমনটা ব্যাক ক্যামেরা দিয়ে তুললে হতো। আরও সহজ ভাবে এক কথায় যদি বলি তাহলে আয়না আমাদের প্রতিবিম্ব দেখায় আর ক্যামেরা আমাদের বাস্তব রূপ।
আরও জানুনঃ
https://www.wtamu.edu/~cbaird/sq/2013/01/05/why-do-mirrors-flip-left-to-right-and-not-up-to-down/