আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল মহাশুন্যে মানবজাতির একটি গৃহ ও গবেষণাগার। গত কুড়ি বছরে ১৯ টি দেশের ২৪১ জন মানুষ এই স্টেশনে গিয়ে থেকেছেন, প্রায় ৩০০০ বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা সম্পন্ন করেছেন ও স্টেশনের রক্ষণাবেক্ষণ করেছেন এবং পৃথিবীতে ফিরে এসেছেন।
এই যাতায়াতের জন্য ব্যবহার হয় দুইপ্রকার মহাকাশযানঃ
১) প্রয়োজনীয় জিনিসপত্র (যেমন- খাদ্য, জল, পোশাক, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও এক্সপেরিমেন্ট ইত্যাদি) বহনের জন্য 'কার্গো মহাকাশযান'
২) মানুষ বহনের জন্য 'ক্রু মহাকাশযান'