কসমিক বৎসর (Galactic Year)
মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রন্থিত এক বিরাট নক্ষত্রমন্ডলীকে গ্যালাক্সি বলে। সূর্য তার গ্যালাক্সির চর্তুদিকে প্রতি সেকেন্ড ২৫০ কি.মি. বেগে আবর্তিত হয়। গ্যালাক্সির কেন্দ্রীভূত অংশের চর্তুদিকে আবর্তন সম্পূর্ণ করতে সূর্যের প্রায় ২২৫ মিলিয়ন বছর সময় লাগে। এ আবর্তনকালকে কসমিক বৎসর বা Galactic Year বলে।