রক্তের গ্রুপ পরিবর্তনের কয়েকটি উপায় আছে তার মধ্যে সুপরিচিত উপায় দুটো এখানে বলা হলো:
বোন ম্যারো(অস্থী মজ্জা) প্রতিস্থাপনের মাধ্যমে রক্তের গ্রুপ পরিবর্তন সবচেয়ে সুপরিচিত পদ্ধতিগুলোর মধ্যে একটি। অস্থি মজ্জা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট তৈরি করে এবং লিউকেমিয়ার মতো কিছু রোগের চিকিৎসার ক্ষেত্রে, অসুস্থ রোগীর অস্থি মজ্জা সুস্থ মানুষের মজ্জা দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। যদি রোগী এবং দাতার রক্তের গ্রুপ ভিন্ন হয়, তাহলে অস্থি মজ্জা প্রতিস্থাপনের পর রোগীর প্রক্তের গ্রুপ দাতার রক্তের গ্রুপের মতো হয়ে যায়।
অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া রোগীকে যদি বেশি পরিমাণে অন্য ব্লাড গ্রুপের রক্ত দেওয়া হয়(অবশ্যই দেওয়া যাবে এমন ব্লাড গ্রুপের রক্ত) তাহলে সেই রোগীর শরীরে অন্য ব্লাড গ্রুপের রক্তের পরিমাণ বেশি হওয়ায় টেস্টে সাময়িকভাবে সেটাই তার ব্লাড গ্রুপ হিসেবে ধরা পড়বে। উদাহরণস্বরূপ, একজন AB রোগীর রক্ত সঞ্চালনের সময় বেশি পরিমাণে O গ্রুপের রক্ত দেওয়া হলে টেস্টে তাদের প্রায় সমস্ত লোহিত রক্তকণিকা O গ্রুপের হিসেবে চোখে পড়বে। আবার কয়েক মাসের মধ্যে, রোগীর অস্থি মজ্জা স্বাভাবিকভাবেই তার মূল রক্তের গ্রুপ দিয়ে সেই গ্রুপের রক্ত প্রতিস্থাপন করবে।
লেখা: ফাতিমা তাসনীম
সায়েন্স বী