একজন মানুষের জীবনের কোনো এক পর্যায়ে কি তার রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
3,809 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (24,290 পয়েন্ট)

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
না। মানুষের রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না। যদি আপনি মনে করেন যে আপনার রক্তের গ্রুপ আগে এক ছিল, আর এখন অন্য - তাহলে ধরে নিতে হবেঃ
১) পূর্বের রক্তের গ্রুপ পরীক্ষা ভুল ছিল।
২) আপনি হয়তো আপনার রক্তের গ্রুপ মনে করতে পারছেন না, ভুলে গেছেন এবং ভুল বলছেন।

এই দুটি সম্ভাবনা রয়েছে। সেজন্য রক্তের গ্রুপ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৩ বার পরীক্ষা করে কনফার্ম হয়ে নেয়া উচিত। এবং সঠিক রক্তের গ্রুপ মনে রাখুন।

ব্যাতিক্রমঃ
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কিছু ক্যানসার অথবা কিছু autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে।
আবার বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি রোগী এ/বি/এবি ব্লাড গ্রুপের এবং রক্তদাতা “ও” গ্রুপের হয়ে থাকে। অস্ট্রেলিয়া তে ১৯ বছরের এক মেয়ের রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে যায় লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে।

তবে রক্তের গ্রুপ পরিবর্তন হবার সম্ভাবনা একদম নাই বললেই চলে... পরিবর্তন হবার সম্ভাবনা প্রতি ৬০০ কোটি মানুষের মধ্যে একজন। তাই রক্তের গ্রুপ পরিবর্তন হয় না ধরে নেয়াই উত্তম।

আর আপনি যদি দাবি করেন আপনার রক্তের গ্রুপ পরিবর্তন হয়েছে এবং উপযুক্ত প্রমান উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে নিয়ে সারা পৃথিবীতে হৈচৈ হয়ে যাবার সম্ভাবনা ১০০ % । আপনাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তখন বিভিন্ন গবেষণাগার হবে আপনার স্থায়ী বাসস্থান।

Collected
করেছেন (100 পয়েন্ট)
আমি ৭ম শ্রেণিতে থাকতে (২০১১ সাল) স্কুলে একটা সংস্থা থেকে এসেছিলো ব্লাড গ্রুপিং করতে৷ সেখানে গ্রপ টেস্ট করার পর আমাকে বলছিলো যে আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ।

তারপর থেকে জানতাম ও নেগেটিভ। আমার এলার্জি ছিলো খুব। গরুর মাংস, খাসির মাংস আর মহিষের মাংস, এই তিনটা মাংসতেই শুধু এলার্জি হতো।

তারপর ২০২০ সালের দিকে আমার এলার্জি ঠিক হয়ে যায়। এজন্য কোনো ওষুধ কিংবা চিকিৎসা গ্রহণ করিনি।

২০২৩ সালে আবার ব্লাড গ্রুপ টেস্ট করি। এবার ও পজিটিভ।

২০১১ সালে আমাকে একটা কার্ড দিয়েছিল, েযেখানে লেখাও ছিলো ও নেগেটিভ। কিন্ত ২০২৩ সালে নিজের চোখেই দেখেছি, আমার ব্লাড ও পজিটিভ। তাহলে আমার ২০১১ সালের ফলাফল কি ভুল ছিলো? নাকি সত্যিই আমার ব্লাড গ্রুপ চেন্জ হয়েছে?
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
না এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই ।রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না ।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
না কখনো হতে পারে না I এটা কখনোই সম্ভব নয় I
0 টি ভোট
করেছেন (71,130 পয়েন্ট)
রক্তের গ্রুপ কি কখনো পরিবর্তন হয় স্যার?
এমন প্রশ্ন জীবনে অনেক শুনেছি এবং উত্তর দিয়েছি "না, পরিবর্তন হয়না "। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে রক্তের গ্রুপ পরিবর্তন এর মত একটি ঘটনা আমি নিজের চোখেই দেখলাম। আর মনে মনে হাসলাম।
নাইট ডিউটি করতে গিয়ে আমার হাসপাতালের ক্যান্সার বিভাগে এক রোগীর রক্তের অর্ডার দিতে গিয়ে বিষয় টি চোখে পড়ে। নার্স আমাকে বললেন "ডক্টর, ৪ নং বেড এর পেশেন্ট এর রক্তের গ্রুপ চেঞ্জ হয়েছে "
আমি বললাম, "কিভাবে? ভুল করে :) "
পরে সম্পূর্ণ কাহিনী শুনলাম পেশেন্ট এর মা এর কাছ থেকে। রক্ত ক্যান্সারের রোগীটি ৪ ব্যাগ O (+)ve রক্ত শরীরে দিয়েছে শান্তিনগর কোয়ান্টাম থেকে এনে। এবার যখন আবারও রক্ত নিয়ে আসার জন্য গেল তারা বললো রোগীর রক্তের সাথে তো ক্রস ম্যাচিং এ মিলেনা। রক্তের গ্রুপ আসে B (+)ve!!!! ইয়া আল্লাহ!! কত্ত বড় কথা। আমি নার্স এবং রোগীর মা কে বললাম, "পেশেন্ট যে ৪ ব্যাগ O(*)ve রক্ত দিয়েছে, সেই ব্লাড গ্রুপিং কোথায় করেছিল? সেই গ্রুপিং কি আদৌ ঠিক ছিল? আমার মনে হচ্ছে ঐ গ্রুপিং ভুল ছিল এবং আপনারা ভুল রক্ত দিয়েছেন বাচ্চাকে। আপনাদের কপাল ভালো যে O(+)ve দিয়েছেন, যাকে বলে সার্বজনীন দাতা গ্রুপ।
যাইহোক পেশেন্ট এর পুরনো কাগজপত্র ঘাঁটাঘাটি করলাম এবং থলের বেড়াল বেড়িয়ে আসলো।
রোগীর বয়স ১০ বছর। ২০১১ সালে তার স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং নামক এক "নাটক" অনুষ্ঠিত হয়। আমরা জানি ফ্রি জিনিস কখনোই ভালো না। যাইহোক, ২০১৭ এর ফেব্রুয়ারি তে রোগীর রক্তশূন্যতা চোখে পড়ে এবং ডাক্তার রোগ নির্ণয় করেন রক্তের ক্যান্সার (Acute lymphoblastic leukemia)। তারপর রোগীর শরীরে রক্ত দিতে বলা হয় এবং রোগীর লোকেরা বলেন যে তারা রক্তের গ্রুপ জানেন। সেই মোতাবেক রোগী ৪ ব্যাগ রক্ত পেয়েছে জুন পর্যন্ত। ৪ ব্যাগ ই শান্তিনগর কোয়ান্টাম থেকে ক্রয় করা এবং সেখানেই ক্রস ম্যাচিং ও করা!! আজকে পেশেন্ট এর লোক আবারও রক্তের জন্য ঐ কোয়ান্টামে গেলে তারা জানায় রক্তের গ্রুপ B (+)ve!!!!
রোগীর লোকজন অস্থির হয়ে যায়। পরবর্তীতে আমরা শিশু হাসপাতালে গ্রুপিং করি, রিপোর্ট আসে B(+)ve। কনফার্ম হওয়ার জন্য পূনরায় করি, তা ও B(+)ve। এরপর স্কয়ার হাসপাতালে পাঠানো হয় একটি স্যাম্পল, সেটিও B (+)ve. তাহলে গলদ টা কোথায়? ঐ যে কথায় আছেনা "গোড়ায় গলদ "। বিভিন্ন স্কুল, কলেজ কিংবা এলাকায় সেচ্ছাসেবী কিছু নন মেডিকেল পারসন দ্বারা ভুয়া গ্রুপিং প্রোগ্রাম করা হয় যেখানে আদৌ কোন সঠিক রেজাল্ট পাওয়া যায় কিনা সন্দেহ। আর দ্বিতীয় টি মারাত্মক ভুল, যেটি করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। পরপর ৪ বার একটি পেশেন্ট এর রক্তের গ্রুপ এবং ক্রস ম্যাচিং এ ভুল!!! এ থেকে প্রমাণিত হয় যে কোয়ান্টাম ফাউন্ডেশন আদৌ কোন ক্রস ম্যাচিং করে না। মানুষের সাথে প্রতারণা করে।
খারাপ জায়গায় ও ভালো মানুষ থাকে। যার প্রমাণ আজ কোয়ান্টাম এর যে লোক ক্রস ম্যাচিং টি করেছিল তিনি।
উপদেশ :
১) রক্তের গ্রুপ কখনো পরিবর্তিত হয়না, অযথা ঘাবড়াবেন না।
২) দয়া করে আপনার রক্তের গ্রুপ যেকোন মেডিকেল কলেজের সন্ধানী /মেডিসিন ক্লাব/রেড ক্রিসেন্ট থেকে করুন /ভালো কোন ডায়াগনস্টিক সেন্টার থেকে। কখনোই ফ্রি গ্রুপিং ক্যাম্পের উপর ভরসা করবেন না।
৩) ডাক্তারদের বিশ্বাস করতে শিখুন।
সংগ্রহীতঃ- ডাঃ মোঃ মুনীবুর রহমান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+19 টি ভোট
6 টি উত্তর 24,730 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 389 বার দেখা হয়েছে
11 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nibir nath (750 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 364 বার দেখা হয়েছে
14 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)

10,775 টি প্রশ্ন

18,456 টি উত্তর

4,742 টি মন্তব্য

265,624 জন সদস্য

117 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 116 জন গেস্ট অনলাইনে
  1. Farhan Anjum

    140 পয়েন্ট

  2. Saif Sakib

    110 পয়েন্ট

  3. Tasfima Jannat

    110 পয়েন্ট

  4. LarryBeverly

    100 পয়েন্ট

  5. GuadalupeHov

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত কান্না আম হরমোন বাংলাদেশ
...