একজন মানুষের জীবনের কোনো এক পর্যায়ে কি তার রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে?
সাধারন উত্তরঃ
না... মানুষের রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না... যদি আপনি মনে করেন যে আপনার রক্তের গ্রুপ আগে এক ছিল, আর এখন অন্য - তাহলে ধরে নিতে হবেঃ
১) পূর্বের রক্তের গ্রুপ পরীক্ষা ভুল ছিল...
২) আপনি হয়তো আপনার রক্তের গ্রুপ মনে করতে পারছেন না, ভুলে গেছেন... এবং ভুল বলছেন...
এই দুটি সম্ভাবনা রয়েছে... সেজন্য রক্তের গ্রুপ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৩ বার পরীক্ষা করে কনফার্ম হয়ে নেয়া উচিত... এবং সঠিক রক্তের গ্রুপ মনে রাখুন...
-- --- ---
ব্যাতিক্রমঃ
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কিছু ক্যানসার অথবা কিছু autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে... বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি রোগী এ/বি/এবি ব্লাড গ্রুপের এবং রক্তদাতা “ও” গ্রুপের হয়ে থাকে... অস্ট্রেলিয়া তে ১৯ বছরের এক মেয়ের রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে যায় লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে...
-- --- ---
তবে রক্তের গ্রুপ পরিবর্তন হবার সম্ভাবনা একদম নাই বললেই চলে... পরিবর্তন হবার সম্ভাবনা প্রতি ৬০০ কোটি মানুষের মধ্যে একজন... তাই রক্তের গ্রুপ পরিবর্তন হয় না ধরে নেয়াই উত্তম...
আর আপনি যদি দাবি করেন আপনার রক্তের গ্রুপ পরিবর্তন হয়েছে এবং উপযুক্ত প্রমান উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে নিয়ে সারা পৃথিবীতে হৈচৈ হয়ে যাবার সম্ভাবনা ১০০ % ;) ... আপনাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তখন বিভিন্ন গবেষণাগার হবে আপনার স্থায়ী বাসস্থান
সুত্রেঃ ডোনেট ব্লাড বিডি