আপনাদের প্রথম সন্তানের ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে আপনার স্ত্রীর শরীরে rh factor এর বিরুদ্ধে এন্টিবডি তৈরি হবে। পরবর্তীতে যখন আবার সে গর্ভবতী হবে তখন গর্ভের সন্তান যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় তাহলে স্ত্রীর শরীরের এন্টিবডি এর কারণে গর্ভেই সেই সন্তান মারা যাবে। তবে নেগেটিভব্লাড গ্রুপের সন্তানের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
তবে এর একটা সলিউশনও আছে। যদি প্রথম পজিটিভ ব্লাড গ্রুপের সন্তান জন্ম দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে মায়ের শরীরে Anti-rh antibody দেওয়া হয় তাহলে তার শরীরে rh ফ্যাক্টরের বিরুদ্ধে কোনো এন্টিবডি তৈরি হবে না। ফলে পরবর্তীতে সন্তান জন্ম দিতে সমস্যা হবে না।