বিয়ে একটা লাইফ লং কমিটমেন্ট ও কান্টিন্যুয়িটির ব্যাপার।
অবশ্যই বিয়ের ক্ষেত্রে সময় নিয়ে এগুনোই যৌক্তিক। একসময় বিশ্বজুড়ে জনসংখ্যা ছিল কম। খাদ্যে ভেজাল, পরিবেশের দূষণ, জ্ঞাতি সম্পর্কের বিস্তৃতি ও জটিলতা ছিল কম, সেই অনুপাতে নানারুপ রোগ ও রোগের প্রাদুর্ভাবও কম ছিল।
ক্রমে আর্থসামাজিক ব্যবস্থা জটিল থেকে জটিলতর হওয়া হেতু এবং পরিবেশ ও পুষ্টিগত জটিলতা বৃদ্ধির দরুণ এখন সময়ের সাথে সাথে অনেক সীদ্ধান্তেই মানুষকে অনেককিছু মাথায় রাখতে হয়।
সেজন্য বিয়ের আগেও সময় নিয়ে রক্তের গ্রুপ জানা যেতেই পারে।
তাছাড়া এযুগে অধিকাংশ ব্যক্তিই বায়োডাটার সাথে নিজের রক্তের গ্রুপও যোগ করে দেয়।
মানুষ শহরের হোক বা গ্রামের, বিভিন্ন কারণে আজ নিজের রক্তের গ্রুপ জানতে পারে। এমনকি স্কুল ও কলেজ পর্যায়ে গ্রামের অনেক ক্যাম্পেইন থেকেও শিক্ষার্থীরা জানতে পারে। বিয়ের কথা চালাকালীন সময়ে স্রেফ তা তথ্যে সংযোজন করে দিলেই হল।
জরুরী না তো এজন্য মেডিকেল কীট সাথে নিয়ে ঘুরতে হবে।
সহজ সমাধানকে আমাদের সহজভাবেই দেখা উচিত।
Shahed Raiyan