আমরা প্রায়ই লক্ষ করি যে আমাদের নাভিতে তুলা কুন্ডলী পেচিয়ে আছে, সাথে কিছু পমশও লক্ষ করা যায়৷ বেশিরভাগ ক্ষেত্রে মনে হতে পারে যে তুলা নাভির ভেতর থেকে বের হচ্ছে! আসলে তা কখনোই সম্ভব না৷ তুলা নাভি থেকে বের হয় না। বরং সঠিকভাবে বলতে হলে, বলতে হবে যে, তুলা নাভিতে গিয়ে জমা হয়৷ এই তুলা এবং সুতা কাপড় থেকে বিচ্ছিন্ন হয়ে পশমের প্রবাহ অনুসরণ করে নাভি পর্যন্ত যায় এবং সেখানেই জমা হয়।
2001 সালে, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর কার্ল ক্রুজেলনিকি এ বিষয়ে কিছুটা ঘাটাঘাটি করে কিছু তথ্য প্রকাশ করেন। যেমন;
নাভিতে জমা হওয়া এই তুলার বেশিরভাগই পোশাক থেকে বিচ্ছিন্ন হওয়া ফাইবার, কটন, ত্বকের কিছু মৃত কোষ এবং দেহের পশম মিশ্রিত কুন্ডলি।
এ তুলা একজন ব্যক্তির শার্ট বা পেন্ট-পাজামা থেকে আসে। শরীরের ঘর্ষণ থেকে ফাইবারগুলি সেখানে সরে যায়।
মহিলাদের শরীরের চুল সূক্ষ্ম এবং ছোট হওয়ার কারণে তাদের নাভির এধরনের কুন্ডলী কম থাকে। অন্যদিকে প্রাপ্ত বয়স্ক পুরুষদের এটি বেশি থাকার কারণ তাদের চুলের পরিমাণ বেশি থাকে এবং ঘন থাকে।
আপনি লক্ষ করলে দেখবেন, আপনার নাভির তুলার রংও নীলাভ হবে যদি আপনার পরিধেয় কাপড়ের রং নীল হয়, লালাভ হবে যদি কাপড়ের রং লাল হয়। একই ভাবে, পেন্ট এবং পাজামা থেকে যদি কটন এসে জমা হয় তবে তা সাদা হবে।
যাই হোক, এধরণের লিন্ট বা তুলা একদমই ক্ষতিকর নয় বলে এ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই৷ তবে অবশ্যই নিয়মিত পরিষ্কার থাকা উচিত।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive : Science Bee.