দুই লিটার পানিতে 2 কেজি লবণ মিশিয়ে দিলে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটবে:
- পানি ও লবণের মিশ্রণের মোট ভর 2.2 কেজি হবে।
- পানি ও লবণের মিশ্রণের ঘনত্ব 1.1 কেজি/লিটার হবে।
- পানি ও লবণের মিশ্রণের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
- পানি ও লবণের মিশ্রণ সাদা রঙ ধারণ করবে।
পানির ঘনত্ব 1 কেজি/লিটার। 2 কেজি লবণ মিশিয়ে দিলে পানি ও লবণের মিশ্রণের ভর বৃদ্ধি পাবে। 2 লিটার পানিতে 2 কেজি লবণ মিশিয়ে দিলে মিশ্রণের মোট ভর হবে 2.2 কেজি।
লবণ পানিতে দ্রবীভূত হয়। পানি ও লবণের মিশ্রণের ঘনত্ব লবণ ও পানির ঘনত্বের সমষ্টির সমান হবে। লবণের ঘনত্ব 2.16 কেজি/লিটার। 2 কেজি লবণ মিশিয়ে দিলে পানি ও লবণের মিশ্রণের ঘনত্ব হবে 1.1 কেজি/লিটার।
লবণ মিশিয়ে দিলে পানির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়। এটিকে হাইড্রেশন তাপ বলে। 2 কেজি লবণ মিশিয়ে দিলে পানির তাপমাত্রা প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।