সাধারণভাবে যৌন সম্পর্ককে আমরা দুইটা ক্যাটেগরিতে রাখতে পারি। যথাঃ
১। মনোগ্যামি রিলেশন।
২।পলিগ্যামি রিলেশন।
যৌন জীবনে একাধিক সঙ্গীর পরিবর্তে, একই সাথে কেবল একজন সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপন করাকে মনোগ্যামি বলে। একটি মনোগ্যামাস সম্পর্ক হতে পারে শারীরিক অথবা আবেগপূর্ণ। তবে এটি সচরাচর আবেগ এবং শারীরিক চাহিদা উভয়ের সমন্বয়েই গড়ে উঠে। অপরদিকে পলিগ্যামি সম্পর্ক হলো একই সাথে একাধিক সঙ্গী/সঙ্গিনীর সাথে সম্পর্ক স্থাপন।
একটা প্রাণি তার যৌন জীবনে মনোগ্যামাস (মনোগ্যামি রিলেশন মেনে চলে) নাকি পলিগ্যামস হবে সেটার পেছনে জিনগত এবং সামাজিক এই উভয়ক্ষেত্রেই ভূমিকা আছে (আজকে আর বিস্তারিত আলোচনা করছিনা)।
যাইহোক মানুষেরা সামাজিকভাবে মনোগ্যামাস হলেও জেনেটিক্যালি পলিগ্যামাস।
কথাটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই আপনি একজনকে বিয়ে করে সারাজীবন তার সাথে সংসার করলেও প্রায়সময়েই অন্যদের ভালো লাগে। এটা আমাদের জিনগত বৈশিষ্ট্য।
তবে সামাজিকতা এবং নৈতিকতার কারণে বর্তমানে বেশির মানুষ একই সাথে একজনের সাথেই সংসার জীবনে আবদ্ধ হয়। তবে একসময় বহুবিবাহের প্রচুর প্রচলন ছিলো। এমনকি একজন নারী একই সাথে একাধিক পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতো যা পলিগ্যামি রিলেশনের উদাহরণ। তবে আবারো একটাই কথা বলছি যে কোনো রিলেশন মনোগ্যামি হবে নাকি পলিগ্যামি সেটা একই সাথে সামাজিকতা এবং জেনেটিক্স এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে।
তবে দিনশেষে মূল কথা হলো "পলিগ্যামাস" হওয়া আমাদের জিনগত বৈশিষ্ট্য। তাই একাধিক নারীর প্রতি যৌন আকাঙখার বিষয়টি অস্বাভাবিক নয়। তবে এই বিষয়টাকে একটা সমাজ কিভাবে নিবে সেটা ভিন্ন বিষয়। সম্পর্কের ক্ষেত্রে একেক সমাজে একেক রকম রীতি প্রচলিত আছে।