Nishat Tasnim
মানুষ তার হাত-পা-চোখ-মুখ চালনায় সূক্ষ্ম গতিসঞ্চারের দক্ষতা (ফাইন মোটর স্কিল) অর্জন করেছে বলে এ রকম হয়। মানুষের মস্তিষ্কের বাঁ অংশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান পাশ, আর ডান অংশ চালায় বাঁ পাশ। মস্তিষ্কের দুই অংশের কাজ পরস্পরের পরিপূরক। গবেষণায় দেখা গেছে, যাদের ডান হাত বেশি চলে, তাদের মস্তিষ্কের বাঁ অংশের সঙ্গে শরীরের দুই পাশেরই অনুভূতি ও অঙ্গপ্রত্যঙ্গের গতিসঞ্চারের সংযোগগুলো যুক্ত থাকে। কিন্তু তাদের মস্তিষ্কের ডান অংশের ভূমিকা শরীরের শুধু বাঁ পাশেই সীমাবদ্ধ। এর অর্থ হলো মস্তিষ্কের বাঁ অংশ সম্ভবত শরীরের দুই পাশের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে। এ জন্যই বেশির ভাগ মানুষ ডান হাত বেশি ব্যবহার করে। কারণ, এটা মস্তিষ্কের সেই অংশ দ্বারা পরিচালিত, যেটা অঙ্গপ্রত্যঙ্গের সূক্ষ্ম গতিসঞ্চারের জন্য প্রয়োজনীয় সব কাজের সমন্বয় করে।