আমাদের মস্তিষ্কের বাম পাশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান পাশকে এবং ডান পাশ নিয়ন্ত্রণ করে শরীরের বাম পাশকে। সাধারণত মস্তিষ্কের বাম পাশই বেশি কার্যকর এবং উন্নত থাকে ডান পাশের তুলনায়। তাই বাম মস্তিষ্ক যাদেরর নিয়ন্ত্রণ করে স্বভাবতই তারা থাকে ডান পাশ যাদের নিয়ন্ত্রণ করে তাদের থেকে উন্নত। তাই সাধারণত আমরা যারা ডান-হাতি তাদের ডান হাতে শক্তি বেশি থাকে।
তবে জেনেটিকাল কোনো কারণে যদি মস্তিষ্কের ডান পাশ বেশি সক্রিয় থাকে তাহলে তারা বা-হাতি হয়। অর্থাৎ তাদের বাম হাতে ডান হাত থেকে বেশি শক্তি থাকে।