ভূমিকম্পের ফলে যদি ভূমি ক্ষতিগ্রস্ত হয় তবে রাডারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আর রাডারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে পাইলট দিক হারায় ফেলবে। কম্পনের ফলে যদি কন্ট্রোল রুম ক্ষতিগ্রস্ত হয়, তবে বিমানের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন অবস্থায় উড়ন্ত বিমান যদি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হারায় ফেলে তবে নিশ্চিত বিমান দিক হারায় ফেলবে, এবং এক সময় গিয়ে ভুমিতে বা জলে আঁচড়ে পরবে। সুতরাং ভুমিকম্প হলে বিমান ক্ষতিগ্রস্ত হবে। কন্ট্রোল‌ রুমের সহায়তায় রাডার ছাড়া বিমান সেফ ল্যান্ডিং প্রায় অসম্ভব। আর এর ফলে বিমানে থাকা ব্যক্তি গুলো বিপদে থাকবে, সুতারাং মাটিতে হওয়া ভুমিকম্প আকাশে উড়তে থাকা বিমানের ক্ষতি করতে সক্ষম ।
-Partha Sarkar