আসসালামু আলাইকুম,
পদার্থবজ্ঞান পড়ার ক্ষেত্রে ,
তোমাকে প্রথমে তুমি যেই শিক্ষক এর কাছে প্রাইভেট পড়বা , তার দেওয়া লেকচার ভালো করে , মনোযোগ সহকারে শুনবা, কোথাও সমস্যা হলে ওই শিক্ষক কে জিজ্ঞাসা করবা। প্রতিটা ক্লাসের নোট করবা । প্রতিটা কনসেপ্ট ভালো ভাবে বোঝার চেষ্টা করবা। বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান করবা। পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা সূত্র নিয়ে একটু চিন্তা - ভাবনা করবা।
এই বিষয়গুলো ফলো করলে আসাকরি তুমি অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।