প্রথমে আমাদের জানতে হবে
স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে মূল পার্থক্যটা কি ,এক কথায় বলতে গেলে একটার দিক আছে আরেকটার দিক নাই।
এখন ভাই বলতে পারেন আমরা নির্দিষ্ট দিকে বল দিয়ে সরন হয় কিন্ত এটাও স্কেলার কেন ।এটার উত্তর হলো দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আমরা স্কেলার পেতে চাই অবশ্যই কাজ একটি স্কেলার সেহেতু আমাদের ডট গুন করতে হবে উল্টা ভাবেও বলতে পারেন ।
এখন আসা যাক মূল উত্তরে। প্রথমেই মাথায় আসবে আমরা তো কোনো একটা পৃষ্ঠে বল প্রয়োগ করছি , চাপের সম্পর্ক ভেক্টর সাথে হলেও হতে পারে !
আসলে চাপ বলতে আমরা কি বুঝি একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বল ।
P=F/A
এখানে আমরা মূলত দুটা স্কেলার রাশির অনুপাত দেখতে পাচ্ছি আর দুট স্কেলার রাশির অনুপাত সব সময় স্কেলার ই হবে । এখানে বলের শুধু মান নেয়া হয়েছে বলের মান অবশ্যই স্কেলার এখানে কারণ চাপ গণনার মূল বিষয় হল সারফেস টার উপর মোট আরোপিত বল টা। আপনি বলতে পারবেন না চাপ এই দিকে বা ওই দিকে । (আমরা চাপ গণনার সময় লম্ব ভাবে যে বল টুকু দেয়া হয়েছে তার মন টুকুই গণনায় নিব)