রাশিক আজমাইন-
আমাদের দেশে Galaxy মানে ছায়াপথ ব্যাপারটা বহুল প্রচলিত । এতটাই প্রচলিত যে গুগলেও তাই আছে । কিন্তু বাংলা ব্যাকরণের পরিভাষা ও অভিধান অনুযায়ী এটা ভুল । Galaxy এর পরিভাষা গ্যালাক্সি, ছায়াপথ নয় । Milky Way এর পরিভাষা আকাশগঙ্গা বা ছায়াপথ । আকাশগঙ্গার যে অংশবিশেষ রাতের আকাশে উত্তর-দক্ষিণে বিস্তৃত অবস্থায় দেখা যায় সেটারও পরিভাষা ছায়াপথ । আলোছায়ার পথের মতো সাদৃশ্য তাই এমন নাম । বইয়ে ভুল নেই ।
Milky Way Galaxy = আকাশগঙ্গা গ্যালাক্সি বা ছায়াপথ গ্যালাক্সি
Andromeda Galaxy = ধ্রুবমাতা গ্যালাক্সি