হ্যা সত্যি। শুধু বৃহস্পতি নয় সৌরজগতের সকল গ্রহ উপগ্রহ এমনকি সূর্য নিজেও ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে। ভরকেন্দ্র হলো এক বা একাধিক ভরবিশিষ্ট বস্তুর ঐ বিন্দু যেখানে বস্তুগুলোর মোট ভর ক্রিয়া করে।আপনি যদি দুটি বস্তুকে একটি সুতা দিয়ে বেধে চক্রাকার ভেবে ঘুরিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন বস্তু দুটি একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। ঐ বিন্দুটাই ভরকেন্দ্র।এখানে যে বস্তুর ভর বেশি ভরকেন্দ্র তার কাছাকাছি থাকবে।সূর্য ও পৃথিবীর মধ্যে সূর্যের ভর পৃথিবীর তুলনায় অনেক বেশি।তাই এদের ভরকেন্দ্র সূর্যের মধ্যেই অবস্থিত। পৃথিবী যখন ঐ কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে তখন মনে হয়, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এমনই ভাবে প্রত্যেক গ্রহ ও নক্ষত্র তাদের ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে।