বর্ণান্ধতা একটি জিনঘটিত রােগ। মানুষের X ক্রোমােসােমে দুইটি জিন আছে যা চোখে রেটিনার বর্ণ সংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ কোষগুলাে না থাকলে লাল ও সবুজ বর্ণ পৃথকভাবে পার্থক্য করা যায় না। এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণ সংবেদী কোষের গঠন ব্যাহত করে। ফলে মানুষের লাল-সবুজ বর্ণান্ধতা রােগের সৃষ্টি হয়।