প্রথমত মাছ জলজ প্রাণী, তাই শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক, এরা পানিতেই থাকবে৷ এবার হাঁসের কথায় আসি। হ্যাঁ,অন্যান্য সময়ের তুলনায় শীতকালে পানি অনেক ঠান্ডা থাকে। তাহলে হাঁস কি করে পানিতে থাকে?
তারা পুকুরে ডুব দিয়ে নিজের খাবার খায়। এটা পরিষ্কার ব্যাপার যে তাদের পালকগুলি শরীরকে গরম করে। তাদের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে যাতে করে পায়ে প্রবাহিত রক্তের তাপমাত্রা হ্রাস করতে পারে। অনেক সময় হাঁস পা উচু করে নিজের তাপমাত্রা এভাবে হ্রাস করে। অতএব, হাঁসের পাগুলি প্রচুর পরিমাণ তাপ হ্রাস করতে না পারলেও ঠান্ডার সাথে মানিয়ে চলতে পারে।
এবার মানুষের কথায় আসি। মানুষ স্থলবাসী। স্থলবাসী হওয়ায় স্বাভাবিক যে পানির সাথে সবসময় মানিয়ে নেওয়ার মতো ইমিউনিটি মানুষের থাকবে না। তার উপর মানুষের শরীরের লোম শীতের ঠান্ডাকে কাবু করার জন্যে তো যথেষ্ট নয়। ঠান্ডা পানি তো দূরে থাক। তাই শীতকালে হাঁস, মাছ পানিতে থাকতে পারলেও মানুষ কখনোই তা পারবে না৷
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি