প্রাকৃতিক পলিমার এর সঙ্গে অন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃত্রিম ভাবে যে পলিমার তৈরি হয়, তাকে অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম পলিমার বলে ।
যেমনঃ হাইড্রোজেনেটেড প্রাকৃতিক রাবার, হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার , সেলুলোজ এসিটেট, সেলুলোজ নাইট্রেট (সেলুলোজ নাইট্রেট প্রাকৃতিক পলিমার সেলুলোজ এবং নাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়।) ইত্যাদি।