বাক্যটি বিদ্যুৎ সেক্টরের সাথে সম্পর্কযুক্ত। এটির সরল সহজ অর্থ বললে বুঝায় যে, অদ্ভূত অজানা সমস্যা তৈরী হওয়া, যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা-বুঝা যায় না। রেগুলেটর জনিত যে সমস্যা তৈরী হয় এবং যার কোনো ব্যাখ্যা নেই এরূপ ক্ষেত্রেই বাক্যটি ব্যবহার হয়। কেউ কেউ বলে থাকেন এটি মোজাক বা হাস্যভাবের কথা। বাক্যটি কম্পিউটার সফটঅয়্যার প্রোগ্রামিং ত্রুটির ক্ষেত্রেও ব্যবহার করা হয়।