একটি প্রশ্নের উত্তর একশত ছাত্র-ছাত্রী তাদের মনের মতো করে উত্তর দিয়ে থাকেন, যা একজনের উত্তরের সাথে অন্যজনের উত্তর সহজে মিলে না। যার উত্তর সবচেয়ে ভালো হয় তার নম্বরও সবচেয়ে বেশী হয়। আইনষ্টাইন বা স্টিফেন হকিং ভাবনায় ডাইমেনশন এর বিষয়টি ভালোভাবেই বলা আছে, যা বিজ্ঞানের ছাত্র মাত্রেই জানে। আমরা ত্রিমাত্রিক জগতে বসবাস করলেও সময়জ্ঞানে অনেকে একে চতুর্মাত্রিক বলে। এর মানে আপনার তৃতীয় মাত্রিক কথাটাও কিন্তু ধোপে টিকছে না। অর্থাৎ ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক---একাদশ মাত্রিক উচ্চমাত্রার বস্তুজগত থাকা সম্ভব কি সম্ভব না তার হিসেব কি বিজ্ঞান বের করতে পেরেছে? তাই কথাগুলোকে আমি একটু ঘুরিয়ে বলেছিলাম। আপনি প্রশ্নকর্তা জানি না কোন জগতে বাস করছেন। দৈর্ঘ, প্রস্ত, উচ্চতার ত্রিমাত্রিকতায় আছেন তো নাকি সময়ের চতুর্মাত্রিকতায়? নাকি শুন্য মাত্রায় আছেন যার কোনো দৈঘ্য, প্রস্থ, উচ্চতা, ভেদ কিচ্ছু নাই! এ পর্যন্তই সীমাবদ্ধ থাকেন, এর পরের বিষয়গুলো বিজ্ঞানীদের সিদ্ধান্ত প্রকাশের আগেই ভাবতে গেলে পাগল হতে হবে নিশ্চিত। এর পরের বিষয়গুলো- স্ট্রিং থিউরী অনুযায়ী মহাবিশ্ব ১০ ডাইমেনশনাল, এম-থিউরী অনুযায়ী ১১ ডাইমেনশনাল এবং বোসনিক স্ট্রিং থিউরী অনুযায়ী ২৬ ডাইমেনশাল- কোথায় গেলো এখন আপনার ১১ ডাইমেনশন ভাবনা? কাজেই এ বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীদেরকেই ভাবতে দেন, যে কারণে আমি বিষয়টিকে মহান স্রষ্টার রহস্যজ্ঞানের দিকে ধাবিত করতে চেয়েছি প্রশ্নোত্তরে। ধন্যবাদ আপনাকে।