Nishat Tasnim
একে বলে Gleeking। এই প্রক্রিয়ায় আমাদের জিহ্বার নিচে থেকে লালা ছিটকে বেরিয়ে আসে। আমাদের মুখে এবং মুখের আশেপাশের পেশিতে হাজারো গ্লান্ড আছে। Gleeking হয় সাধারণত আমাদের সাবলিঙ্গুয়াল গ্লান্ড থেকে লালা নিঃসরণ এর ফলে। আবার অনেক সময় দুর্ঘটনাবশত সাবলিঙ্গুয়াল গ্লান্ড এ চাপ লাগলেও লালা নি:সরণ হতে পারে। আপনি যদি জিহ্বা উঠিয়ে আয়নার দিকে তাকান তবে আপনি আয়নার পৃষ্ঠেও এই লালা দেখতে পাবেন। আবার, আমরা যখন কিছু খাই তখন তখন আমাদের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা ও এভাবে বেরিয়ে আসে।