Nishat Tasnim
মানুষের উচ্চতা ততদিন বৃদ্ধি পায় যতদিন আমাদের কাঠামো ও কঙ্কাল বৃদ্ধি পায়। মানুষের গ্রোথ প্লেটের জন্য একটি নির্দিষ্ট বয়সের পর উচ্চতা বাড়েনা। মানুষের human growth hormone (HGH) উচ্চতা বা দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে। কৃত্রিমভাবে এই HGH মানুষের শরীরে প্রবেশ করিয়ে উচ্চতা বৃদ্ধি করা যেতে পারে। এই হরমোন হাড় ও পেশির বৃদ্ধিতে সহায়তা করে। বর্তমানে শিশুদের ক্ষেত্রে সোমাটোট্রোপিন বা নরডিট্রোপিন হরমোন ব্যবহার করা হচ্ছে।