তিমিরা পরজীবীদের থেকে মুক্তি পেতে ও সহজে শিকার করতে পানির উপর ভেসে উঠে ও জোরে ঝাপটা দেয়। তিমি বিভিন্ন ধরনের পরজীবী বহন করে যা তাদের সংবেদনশীল ত্বকে চুলকানি এবং জ্বালা সৃষ্টি করতে পারে। তবে বার্নাকল তাদের শরীরে তেমন ক্ষতি করে না বর্নগ উপকারই করে। তিমিরা এত বড় স্তন্যপায়ী প্রাণী হওয়ায় এই ক্ষুদ্র প্রাণীগুলো তাদের চলাফেরায় খুব একটা প্রভাব ফেলে না। তাছাড়া বার্নাকলগুলো পরজীবী নয়, এবং তারা তিমির উপর যে শক্ত আবরণ তৈরি করে তা আসলে সমুদ্রের অন্যান্য বিপজ্জনক প্রাণীদের থেকে তাদের সুরক্ষা দিতে সহায়তা করতে পারে।
সোর্স: kidadl