মোমবাতির শিখার বিভিন্ন স্থানে অক্সিজেনের পরিমাণের পার্থক্যের কারনে ভিন্ন ভিন্ন রং দেখা যায়।
মোমবাতি হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয়। আগুন ধরালে সে হাইড্রোকার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড তৈরি করে।
শিখার নিচের দিকে এই ভাঙনের জন্য পর্যপ্ত পরিমাণে অক্সিজেন থাকে। যা বিক্রিয়া করে হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড তৈরি করে। ফলে ওই স্থানটি নীল দেখায়। কিন্তু উপরের দিয়ে অক্সিজেনের কিছুটা ঘাটতি দেখা যায়। ফলে হাইড্রোকার্বনগুলো পুরোপুরি বিয়োজিত হতে পারে না। বড় কার্বন কনার সৃষ্টি করে। যা আগুনের তাপে উত্তপ্ত হয়ে হলুদ বর্ন ধারণ করে।