অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় এক দিগন্ত থেকে আরেক দিগন্তে একটি ধারার মতো চলে গেছে। এটাই আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে বা আকাশগঙ্গা। গ্রিক পুরাণ মতে, দেবী জুনো যখন শিশু হারকিউলিক্স কে স্তন্য পান করাচ্ছিলেন তখন জুনোর স্তন থেকে ছিটকে পরা দুগ্ধ থেকেই এই ধারার জন্ম। তাই এর নাম Via Lactea যাকে ইংরেজিতে বলা হয় Milky Way.