মহাকাশে বায়ু ত্যাগ করলে কিছুই হবে না, বায়ুটা এক জায়গায় থাকবে, আশেপাশে ছড়াবে না। স্পেসস্যুটে বায়ু ত্যাগ করলে তা আপনার স্যুটের মধ্যেই থাকবে, তবে ফিল্টার হয়ে যাবে। একটা গবেষণাপত্রে বলা হয়েছে, লকড চেম্বার ISS এ অনেকে মিলে বায়ু ত্যাগ করলে তা দুর্ঘটনার আশংকা রাখে, কারণ পাদ কিছুটা হলেও আগুন ধরাতে সক্ষম।
লিখেছেন: মিথিলা ফারজানা মেলোডি