তাপ প্রয়োগে যেকোনো বস্তুর প্রসারণ ঘটে। যখন কাচের পাত্রে গরম কোনো তরল রাখা হয় তখন পাত্রটির ভেতরের অংশের প্রসারণ ঘটে, কিন্তু বাইরের অংশটি ঠান্ডা থাকায় বাইরের অংশের প্রসারণ ঘটেনা। এর ফলে ভেতর থেকে পাত্রটির বাইরের অংশে একটি চাপ দেয়। কাচ ভঙ্গুর হওয়ায় মাঝে মাঝে এই চাপে কাচের পাত্রটি ভেঙে যায়।