পুরোপুরি বিলুপ্ত অবশ্যই হবেনা কিন্তু যেহেতু গোটা সভ্যতা দাঁড়িয়ে আছে একচেটিয়াভাবে বিদ্যুৎশক্তির উপর আর বিদ্যুৎশক্তি উৎপাদনের সিংহভাগের সাথেই সপৃক্ত জ্বালানী ব্যবস্থা সেহেতু একটা বড় প্রভাব পড়বে। তবে যেহেতু আমরা জানি যে জ্বালানি বা বিশেষভাবে বললে জিবাশ্ন জালানি ও খনিজ জ্বালানি অসীম নয়, সেহেতু একপর্যায়ে এসব ফুরোবেই সে চিন্তা করে বিভিন্ন বিকল্প ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার ক্রমাগত নিরলস প্রচেষ্টা করেই যাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু মনে রাখতে হবে, বিদ্যুতের সাথে এর সম্পৃক্ততা মানেই কিন্তু এই নয় যে জ্বালানী ছাড়া বিদ্যুৎ উৎপাদন একদম অচল। তাই হঠাৎ করে হোক বা ধীরে ধীরে, জ্বালানি ফুরোলে সভ্যতার বড় একটা অংশে তার অবশ্যই প্রভাব পড়বে কিন্তু কোনোক্ষেত্রেই আধুনিক সভ্যতা নির্মূল হয়ে যাবেনা। বরঞ্চ আরো একধাপ এগিয়ে নতুন কোনো বিকল্প আসার সম্ভাবনাই বেশি থাকবে। যেহেতু জ্বালানিভিত্তিক সভ্যতার আগে বিকল্প শক্তি ব্যবস্থা ছিলনা।
Muhammad Shahed Raiyan
newsscientist. com