সূর্য হল আমাদের সৌরজগৎ এর শক্তির উৎস। সূর্যের শক্তি কাজে লাগিয়েই সকল গ্রহ গুলি বেঁচে থাকে। আর সূর্যের এই শক্তি আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। সূর্যের মধ্যে রয়েছে ৭০% হাইড্রোজেন এবং ২৮ % হিলিয়াম। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে পরিণত হয়। প্রতি সেকেন্ডে ৭০০,০০০,০০০ টন হাইড্রোজেন পরিণত হচ্ছে ৬৯৫,০০০,০০০ টন হিলিয়ামে। আর এই হাইড্রোজেন থেকে হিলিয়ামে রুপান্তরের সময় যে ভর হারিয়ে গেলো সেই ভর ই শক্তিতে পরিণত হয়।
Suvro