হাঁচি আমাদের নাসিক্য গহবর ও ফুসফুসের ব্রংকিওলে থাকা ধুলোবালি, ময়লা পরিষ্কারের এক প্রাকৃতিক ব্যবস্থা। হাঁচির মাধ্যমে এক নিমেষেই ২০০০-৫০০০ জীবাণুযুক্ত তরল বেড়িয়ে আসে, অনেকসময় মাথার সাইনাসে জমা জলীয় অংশ ও ময়লা পরিষ্কারও হয়। পক্ষান্তরে কাশি শ্লেষ্মা ,গলায় জমা কোনো খাদ্যাংশ বা ফরেইন বডি ইত্যাদি দূর করে।
যার দরুন দুটোতেই আমাদের আরাম মেলে।
Shahed Raiyan