শুধু শীতকাল নয় গ্রীষ্মেও এমন হয়। শীতকালে প্রবনতা বাড়তে পারে কারণ তারা তুলনামূলক গরম জায়গার খোজ করে তাই। যে সকল পোকা রাত্রে চলাচল করে,তারা দিকনির্দেশক হিসেবে চাঁদকে ব্যবহার করে। চাঁদে প্রতিফলিত আলোর সাথে একটা ধ্রুব কোণ বজায় রেখে এরা চলাচল করে। এতে করে অন্ধকারে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমাদের তৈরি করা কৃত্রিম আলোর তীব্রতা চাঁদের আলো থেকে অনেক বেশি হ‌ওয়ায় পোকারা বিভ্রান্ত হয়ে যায়। কৃত্রিম আলোকে চাঁদের আলো মনে করে দিক নির্ধারণের চেষ্টা করে, কিন্তু কৃত্রিম আলো যেহেতু বিভিন্ন কোণে প্রতিফলিত হয় তাই এরা দিকভ্রান্ত হয়ে আলোর উৎসের চারদিকে ঘুরতে থাকে।