'যীশুখ্রিষ্টের জন্মের বছর থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার গণনা করা হয়েছে এটা ভুল ধারণা ৷ তাই যীশুখ্রিষ্টের জন্মের আগে-পরে প্রসঙ্গটা ভুল ৷ গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বছর থেকে বর্তমান পর্যন্ত AD বা Anno Domini এবং এর আগে BC বা Before Christ বলা হতো ৷ বর্তমানে ভুল ধারণা হওয়ায় AD ও BC এর পরিবর্তে CE (Common Era) আর BCE (Before Common Era) ব্যবহার করা হয়, যদিও এখনও অনেকে AD, BC ব্যবহার করে ৷ তাই ইংরেজি বছরের প্রথম বছরের (শূন্য নয়) ১০ বছর আগে কারও জন্ম হলে সেটা হবে 10 BCE ৷'
ক্রেডিটঃ রাশিক আজমাইন