গোলকৃমি নেমাটোডা (Nematoda) এবং ফিতা কৃমি প্লাটিহেলমিনথেস (Platyheminthes) পর্বের প্রাণি। এদের পর্বের ভিন্নতার কারণ এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা।
গোলকৃমির দেহ নলাকার। এরা সাধারণত একলিঙ্গ। এদের পৌষ্টিকনালি সম্পূর্ণ। এদের শ্বসন ও সংবহন তন্ত্র অনুপস্থিত। তবে এদের মুখ ও পায়ু ছিদ্র থাকে। এদের দেহ গহ্বর অনাবৃত থাকে এবং এদের দেহে প্রকৃত সিলোম থাকে না। এদের দেহ পুরু ত্বক দ্বারা আবৃত তাই গোলকৃমি নেমাটোডা পর্বের।
অপরদিকে ফিতা কৃমি দেহ চ্যাপ্টা যেখানে গোলকৃমি নলাকার। আবার এরা উভলিঙ্গ। এদের পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত। এদের পায়ছিদ্র থাকে না তবে শিখা অঙ্গ নামক রেচনাঙ্গ থাকে। এদের দেহে চোষক এবং আংটা থাকে। এদের দেহ পুরু কিউটিকল দিয়ে আবৃত থাকে।
অর্থাৎ এই দুটি প্রাণির মধ্যে অনেক পার্থক্য। তাই এরা ভিন্ন পর্বভুক্ত।