এক কেজি তুলা আর আধা কেজি পাথরের মধ্যে অভিকর্ষ বল কার বেশি ? অবশ্যই বেশি হবে তুলার কারণ আমরা জানি অভিকর্ষজ বল = ভর x অভিকর্ষজ ত্বরণ, যদিও এখানে তুলার ঘনত্ব পাথরের তুলনায় অনেক কম, কিন্তু এখানে তার ভর দ্বিগুণ। একইভাবে ঘনত্বের দিক দিয়ে শনি ও বৃহস্পতি পিছিয়ে থাকলেও তাদের ভর অনেক বেশি। ফলে আমরা দেখতে পারি মহাকর্ষীয় বলের প্রাবল্যের সূত্র থেকে প্রাবল্য = GM/r^2;, ভর যার যত বেশি তার প্রাবল্যও তত বেশি, একক ভরকে সে তত বেশি বলে আকর্ষণ করে, ঘনত্বের এক্ষেত্রে প্রভাব নেই। এজন্যই শনি ও বৃহস্পতি গ্যাসীয় বলে ঘনত্ব কম কিন্তু ভর বেশি বলে মাধ্যাকর্ষণ শক্তিও বেশি।
(বিঃদ্রঃ অভিকর্ষজ বল ও অভিকর্ষজ ত্বরণ দুটি ভিন্ন জিনিস। বায়ুশুণ্য স্থানে একগুচ্ছ তুলা ও একটি পাথর একই উচ্চতা হতে ফেললে তারা একই সাথে পড়ে কারণ তাদের অভিকর্ষজ ত্বরণ সমান থাকে। কিন্তু উভয়ের অভিকর্ষ বল আলাদা। কম উচ্চতার ক্ষেত্রে নেয়া যায় অভিকর্ষ বল/ভর = অভিকর্ষজ ত্বরণ (ধ্রুবক))